পটিয়া পৌরসভায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন

পটিয়া প্রতিনিধি | বুধবার , ১৬ মার্চ, ২০২২ at ১০:৪৬ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে পটিয়া পৌরসভার উদ্যোগে চিত্রাংঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার পৌরসভা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন মেয়র মোহাম্মদ আইয়ুব বাবুল। এতে পটিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর গোফরান রানার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্যানেল মেয়র ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন, বুলবুল আকতার, কাউন্সিলর জসিম উদ্দিন, নিবার্হী প্রকৌশলী পরাক্রম চাকমা, সচিব নেজামুল হক, রাজীব দাশ, বিধান দাশ, বসু লাল দে, জসিম উদ্দিন, নয়ন দে, আকরাম হোসেন, ছালেহ নুর সেলু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধদ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা
পরবর্তী নিবন্ধইউসিটিসির আইকিউএসির ১২তম সভা