পটিয়া পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২১ জুন, ২০২২ at ১০:৪৬ পূর্বাহ্ণ

কয়েকদিনের ভারী বর্ষণে পটিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কোথাও হাটু ও কোথাও কোমর সমান পানিতে যানবাহন ও মানুষের চলাচলে দুর্ভোগ বেড়েছে।

পৌরসভার কাগজি পাড়া, হাবিবুর পাড়া, দক্ষিণ গোবিন্দার খিল, উত্তর গোবিন্দার খিল আমির ভান্ডার এলাকাসহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল পানিতে ডুবে রয়েছে। এছাড়া ভারী বর্ষণের ফলে রাস্তার বিটুমিন উঠে গিয়ে বিভিন্ন স্থানে রাস্তায় ভাঙনের সৃষ্টি হয়েছে। অনেক রাস্তার পাশ ও ছোট কালভার্ট ভেঙ্গে গিয়েছে।

পৌরকর্তৃপক্ষ জানায়, প্রবল বর্ষণে শ্রীমাই মরা খাল দিয়ে পানির ঢল নামায় বন্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। যার কারণে মরা খালগুলো দিয়ে পানির স্রোতের ফলে পৌর এলাকার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে প্লাবিত এলাকা পরিদর্শন করে পৌরসভার মেয়র আইয়ুব বাবুল জানান, পৌরকর্তৃপক্ষ সার্বক্ষণিক চেষ্টা চালাচ্ছে বন্যার কবল থেকে পৌরসভাকে মুক্ত রাখতে। পানি উন্নয়ন বোর্ডের নিকট পৌরসভার খালগুলো পুনরায় খনন ও উভয় পাশে রিটার্নিং দেওয়াল নির্মাণ করার জন্য লিখিতভাবে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্যবিধি ও পরিবেশ রক্ষায় নিষ্ঠা ফাউন্ডেশনের কুরবানি সেবা প্রকল্প
পরবর্তী নিবন্ধপ্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির হীরক জয়ন্তী উৎসবের প্রস্তুতি সভা