চলতি বর্ষা মৌসুমে ভারী বর্ষণে খানাখন্দ সৃষ্টি হওয়ায় পটিয়া পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলোর সংস্কার কাজ শুরু করা হয়েছে। গত মঙ্গলবার সকাল থেকে পৌরসভার এ সড়কগুলোর সংস্কার কাজ শুরু করা হয়। মেয়র আইয়ুব বাবুল উপস্থিত থেকে সংস্কার কাজ তদারকি করেন। এর আগে তিনি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ভাঙা সড়কগুলো পরিদর্শন করেন। পৌরসভার ৯ নং ওয়ার্ডের আমির ভান্ডার সড়ক, ২ নং ওয়ার্ডের মুন্সি আবদুল করিম সাহিত্য বিশারদ সড়ক, গোবিন্দার খিল-কেলিশহর সড়কসহ বিভিন্ন সড়ক সংস্কার কাজ করা হয়। এ সময় সাহিত্য বিশারদ সড়কে রাস্তার উপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পৌর কর্তৃপক্ষ।মেয়র আইয়ুব বাবুল জানান, বর্ষা মৌসুমে পৌর এলাকার বেশ কিছু রাস্তায় খানাখন্দ ও রাস্তার দুই পাশ ভেঙে গেছে। এসব সড়ক ঈদুল আজহার পূর্বে সাময়িকভাবে দ্রুত মেরামত করে যান চলাচল ও মানুষের চলাফেরা নিরাপদ করা হচ্ছে।