পটিয়া পৌরসদরে যানজট নিরসনে মতবিনিময়

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৮ জুন, ২০২১ at ৬:১৭ পূর্বাহ্ণ

পটিয়া পৌরসদরে যানজট নিরসনে বিভিন্ন সংস্থার সাথে মতবিনিময় করেছেন মেয়র মোহাম্মদ আইয়ুব বাবুল। বুধবার পটিয়া ট্রাফিক পুলিশ, বাস মালিক সমিতি, সিএনজি সমিতি ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় পৌরসভার মেয়র মোহাম্মদ আইয়ুব বাবুল বলেন, পটিয়া বাস স্টেশন, ডাক বাংলো মোড়, থানার মোড়, পোস্ট অফিস মোড়, মুন্সেফবাজার, শহীদ ছবুর রোড, স্টেশন রোড, ক্লাব রোড ও আদালত রোডের অযতা গাড়ির পার্কিংয়ের কারণে দীর্ঘক্ষণ যানজট লেগে থাকে। তা নিরসনে পৌরসভার পক্ষ থেকে বাস ও সিএনজি নির্দিষ্ট স্থানে পার্কিংয়ের ব্যবস্থা করেছে। সেখানে যদি চালকেরা গাড়ির পার্কিং করে এতে পটিয়া শহরে আর কোন যানজট থাকবে না। এ সময় উপস্থিত ছিলেন পটিয়া ট্রাফিক ইনচার্জ জিল্লুর রহিম, নুরুল আলম, নেজামূল হক, প্রকৌশলী খন্দকার মিজানুর রহমান, এম এ ইউসুফ, ছিদ্দিকী আহমদ, জামাল উদ্দিন, মোহাম্মদ কবির, আরাফাত, আমির হোসেন, আগর, মোহাম্মদ ইয়াছিন, বদিউল আলম, এস এম মন্নান, আখলাক উল আজিম।

পূর্ববর্তী নিবন্ধনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের স্বাস্থ্য পরীক্ষা ৪-১২ জুলাই
পরবর্তী নিবন্ধআ.লীগ নেতা লোকমানুল হকের ইন্তেকাল