পটিয়া চক্রশালা যুব নিশান ক্লাব আয়োজিত নিশান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান আগামীকাল ১৫ জুলাই শনিবার বিকাল ৩ টায় চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এতে প্রতিদ্বন্দ্বিতা করবে পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং চন্দনাইশ উপজেলা ফুটবল একাডেমি। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। উক্ত ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান সফল করার জন্য ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান ও ক্রীড়া সম্পাদক রাশেদুল ইসলাম সকলের প্রতি আহবান জানিয়েছেন।