পটিয়া নিশান কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

| সোমবার , ১১ জানুয়ারি, ২০২১ at ৭:২৩ পূর্বাহ্ণ

পটিয়া চক্রশালা যুব নিশান ক্লাবের উদ্যোগে আয়োজিত নিশান কাপ ক্রিকেট টুর্নামেন্ট গত শনিবার স্থানীয় চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক এড্‌ভোকেট মো. আবদুর রশিদ। যুব নিশান ক্লাবের সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কামরুল হাছানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল খালেক চেয়ারম্যান, খরনা ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান, সোশ্যাল ইসলামী ব্যাংক পটিয়া শাখার ম্যানেজার কামরুল হাছান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ কমলমুন্সির হাট এজেন্ট ব্যাংকিং শাখার ইনচার্জ ফরিদ উদ্দিন আহমেদ, লাইফ ক্লিনিক্যাল ল্যাবরেটরী লিঃ ব্যবস্থাপনা পরিচালক ফরহাদুল ইসলাম, যুব নিশান ক্লাবের সাবেক সভাপতি আবুল হাশেম, দেলোয়ার হোসেন, আবু ইউসুফ, মো. হাশেম, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, সামশুল আলম, খায়রুল বশর, চক্রশালা কৃষি উঃবিঃ প্রধান শিক্ষক সমর কান্তি বিশ্বাস, চক্রশালা সঃপ্রাঃবিঃ প্রধান শিক্ষক দিপন কান্তি কর, শফিউল বারী বাবুল, মামুনুর রশিদ, মো. এয়াকুব, মো. আকতার হোসেন, উৎপল সরকার রাজু, এড্‌. নাজিম উদ্দিন প্রমুখ। উদ্বোধনী খেলায় বাহুলী ক্রিকেট ক্লাব ৬৬ রানে সবুজ মাঝি স্মৃতি সংসদকে পরাজিত করে। বিজয়ী দলের আরাফাত ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। টুর্নামেন্ট মোট ২২টি দল অংশগ্রহণ করে।

পূর্ববর্তী নিবন্ধক্যাপিটাল ব্রাদার্স এবং পারভেজ স্মৃতি সংঘ জয়ী
পরবর্তী নিবন্ধখোকন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন