পটিয়া চক্রশালা যুব নিশান ক্লাবের উদ্যোগে আয়োজিত নিশান কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামীকাল শনিবার দুপুর ১ টায় অনুষ্ঠিত হবে। উক্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে ফকির পাড়া ক্রিকেট একাদশ এবং মল্লপাড়া স্পোর্টিং একাডেমি। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। এতে বিশেষ অতিথি থাকবেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, ১৫ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর পটিয়ার অধিনায়ক এ.এস.এম আজিম উদ্দিন, এডভোকেট আবদুর রশিদ, আবদুল খালেক, মাহাবুবুর রহমান, ১৬নং এস.এম ইনজামুল হক জসিম। সভাপতিত্ব করবেন মফিজুর রহমান।