পটিয়া থেকে চুরি হওয়া বাইক বান্দরবানে উদ্ধার

আন্তঃজেলা চোর চক্রের মূলহোতা গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৪৯ পূর্বাহ্ণ

পটিয়া থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বান্দরবান থেকে। এ সময় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা মোবারক হোসেনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার ভোরে বান্দরবান জেলার আলীকদম থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মোবারক আলীকদম সদর ইউনিয়নের দানু সর্দার পাড়ার বাসিন্দা।

পুলিশ জানায়, গত ২০ সেপ্টেম্বর রাত আনুমানিক ৭টার দিকে পটিয়া পৌর সদরের আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের বিপরীতে রাস্তার ওপর থেকে এক যুবকের একটি টিভিএস মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক বাদী হয়ে ২৩ সেপ্টেম্বর পটিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ একাধিক স্থানে অভিযান পরিচালনা করে। অবশেষে বান্দরবানের আলীকদম থেকে মূলহোতা মোবারককে গ্রেপ্তার করা হয় এবং তার হেফাজত থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, মোবারক দীর্ঘদিন ধরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সঙ্গে জড়িত এবং চক্রটির মূলহোতা হিসেবে সক্রিয় ভূমিকা পালন করছে। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, উদ্ধারকৃত মোটরসাইকেল মালিকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিপিবির সভাপতি সাজ্জাদ, সম্পাদক রতন
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় জবাই করে হত্যার ঘটনায় থানায় মামলা