পটিয়া গোল্ডকাপ ফুটবলে মোহাম্মদনগর জয়ী

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৯ জানুয়ারি, ২০২১ at ১০:৫৫ পূর্বাহ্ণ

পটিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় শিকলবাহা স্পোর্টস একাডেমিকে ২-১ গোলে হারিয়েছে মোহাম্মদ নগর ফুটবল একাডেমি। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার লাভ করেন বিজয়ী দলের মো. বেলাল। খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মোহামেডান ক্লাবের ক্রিকেট কমিটির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মো. হাবিবুল্লাহ, নাঈম উদ্দীন, মো. আনোয়ার, রিজেন্সী ক্লাবের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, সাংবাদিক শফিউল আজম।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে মুজিববর্ষ এএনএফএল ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধআবদুল ভূইয়া স্মৃতি সংঘ ও বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব জয়ী