পটিয়া কাশিয়াইশ বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

পটিয়া প্রতিনিধি | রবিবার , ১৩ মার্চ, ২০২২ at ১০:১৮ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলার কাশিয়াইশ বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাশিয়াইশ বুধপুরা মাদ্রাসা মিলনায়তনে গত শুক্রবার বিকেলে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন কাশিয়াইশ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গাজী মো. আলী আকবর। কাশিয়াইশ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সামশুল আনোয়ার খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এনামুল হক এনাম। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা সদস্য সচিব খোরশেদ আলম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোজাফ্‌ফর আহম্মদ চৌধুরী টিপু, মফজল আহম্মদ, রেজাউল করিম নেছার, এ কে এম জসিম উদ্দীন, সৈয়দ মনির আহম্মদ সেলিম, সাইফুদ্দিন আহম্মেদ, মো. কামাল উদ্দীন, গাজী রেজাউল করিম, আবুল বশর, আবু জাফর, পারভেজ, আলী আকবর, আব্দুর রহিম, শরিফ উদ্দীন চৌধুরী, মো. হাসান, আবুল হোসেন বাবুল, লোকমান মিয়া। আরও উপস্থিত ছিলেন এস এম হোসেন টুটুল, ওহিদুল আলম পিবলু, ইসমাইল চৌধুরী, সেকান্দর হোসেন নয়ন, সুমন সিকদার, শাহাদাত হোসেন, রবিউল হোসেন, এস এম নয়ন, গাজী আশরাফ, মোহাম্মদ রাকিব, ইমন, মো. আজিজুল ইসলাম, আতিকুর রহমান, নয়ন উদ্দীন প্রমুখ। সম্মেলন শেষে গাজী রেজাউল করিমকে সভাপতি ও আবুল বশর সওদাগরকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন বিএনপির কমিটির ঘোষণা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধদেওয়ান কামাল আহমদ
পরবর্তী নিবন্ধকর্ণফুলী পেপার মিলে কর্মশালা