পটিয়া সরকারি কলেজে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে বিজ্ঞান ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। গতকাল রোববার বিকেলে হুইপ প্রধান অতিথি হিসেবে কলেজের ৬ তলা বিশিষ্ট বিজ্ঞান ভবন নির্মাণ কাজের এ ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, বর্তমান বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির যুগে বিজ্ঞান শিক্ষার কোনো বিকল্প নেই। পটিয়া সরকারি কলেজে ধারাবাহিক উন্নয়নের অংশ হিসেবে ১৯৯৮ সালে অনার্স ভবন নির্মাণ, ২০১৭ সালে মিলনায়তন নির্মাণ ও মাস্টার্স কোর্স চালু করা হয়েছে। তারই ধারাবাহিকতায় পটিয়া সরকারি কলেজে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে এবার নির্মাণ হচ্ছে ৬ তলা বিশিষ্ট বিজ্ঞান ভবন। শিক্ষার্থীদেরকে ৭১’র মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিজ্ঞান চর্চার মাধ্যমে সু-শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোজাম্মেল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আবু জাফর চৌধুরী, পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, ইউএনও ফয়সাল আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আ ম ম সামশুজ্জমান চৌধুরী, জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ দেবু, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার।
সহকারী অধ্যাপক সাইফুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ. লীগ সহ-সভাপতি আবদুল খালেক চেয়ারম্যান, আইয়ুব বাবুল, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এমএনএ নাছির প্রমুখ।












