পটিয়া-কর্ণফুলীর ৪শ কৃষক পেল বিনামূল্যে সার ও বীজ

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ জুলাই, ২০২১ at ৮:১৫ পূর্বাহ্ণ

পটিয়া ও কর্ণফুলীর ৪শ কৃষক পেল বিনামূল্যে সার ও বীজ। কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ৪০০ জন মৌসুমী কৃষকের মাঝে বিনামূল্যে এ সার ও বীজ বিতরণ করা হয়। এ প্রকল্পের আওতায় পটিয়া উপজেলার ৩২০ জন ও কর্ণফুলী উপজেলার ৮০ জনসহ ৪শ জন কৃষককে এ সার ও বীজ বিতরণ করেন।
গতকাল বুধবার সকালে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এ উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কল্পনা রহমান। অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা কল্পনা রহমান জানান, পটিয়া ও কর্ণফুলী উপজেলার অনেক জায়গা এখনো অনাবাদি রয়েছে। আমরা কৃষি অফিস থেকে জমির মালিকদের সাথে যোগাযোগ রক্ষা করে আসছি। যাতে জমিগুলোকে চাষযোগ্য করা যায়। ইতিমধ্যে আমরা কয়েকজনের সাথে যোগাযোগের মাধ্যমে প্রায় ৪০ শতক অনাবাদি জমিতে চাষ শুরু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে অগ্নিদুর্গত ২২ পরিবারকে খাদ্য সহায়তা
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে দোকান মালিককে জরিমানা ৫ পথচারীকে শাস্তি