জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। বঙ্গবন্ধুও কৃষকদের উন্নয়নের কথা চিন্তা করে বাকশাল প্রতিষ্ঠা করেছিল। কৃষির উন্নয়ন মানে দেশ খাদ্যে স্বংয়সম্পন্ন হয়ে এগিয়ে যাওয়া। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। তাই শেখ হাসিনার সরকার কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আধুনিক যন্ত্রপাতি, বিনামূল্যে সার কীটনাশক, কৃষি ঋণসহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। তিনি বলেন, পটিয়ায় কোনো কৃষি জমি অনাবাদি রাখা যাবে না। অনাবাদি জমিগুলো কৃষি অফিসারের মাধ্যমে ট্রাক্টর দিয়ে চাষাবাদের উপযোগী করা হবে। কোনো এলাকায় কৃষি জমির টপসয়েল কাটা যাবে না। সিন্ডিকেট করে টপসয়েল কাটা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেন। তিনি গতকাল বৃহস্পতিবার পটিয়া ও কর্ণফুলী উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল ধান বীজ, সার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমদের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা কল্পনা রহমানের স্বাগত বক্তব্যের পর অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুল, সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, সাবেক চেয়ারম্যান শাহদাত হোসেন ফরিদ, মুজিবুল হক চৌধুরী নবাব, আওয়ামী লীগ নেতা আজিমূল হক, আলমগীর আলম, এমএনএ নাছির, কাউন্সিলর কামাল উদ্দিন বেলাল, শফিউল আলম, সহকারী কৃষি সমপ্রসারণ কর্মকর্তা উত্তম কুমার মজুমাদার।
অনুষ্ঠানে প্রতি কৃষককে ৫ কেজি ধান বীজ, ২০ কেজি ডিএসফি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। পটিয়ায় ৫৭৫ ও কর্ণফুলী উপজেলায় ১২৫ জন কৃষকের মাঝে এ সার বীজ বিতরণ করা হয়।