চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত ক্লাইম্ব–সিডিএফএ অনূর্ধ্ব–১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে জয় দিয়ে শুরু করেছে পটিয়া ফুটবল একাডেমি ও বড় উঠান ফুটবল একাডেমি। গতকাল সোমবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে পটিয়া ফুটবল একাডেমি ১–০ গোলে চট্টগ্রাম বিহঙ্গ ফুটবল একাডেমিকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে নেয়। বিজয়ী পটিয়া ফুটবল একাডেমির পক্ষে একমাত্র গোলটি করে নাজমুল হাসান। একই মাঠে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে বড় উঠান ফুটবল একাডেমি ১–০ গোলে রামপুর ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোলদাতা মো. সাইদুর রহমান। আজ ৩০ ডিসেম্বর মঙ্গলবার টুর্নামেন্টের দুটি খেলা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে রাইজিং স্টার ফুটবল একাডেমি বনাম সন্ধান ফুটবল একাডেমি (সকাল – ৯.৩০টা) এবং ফতেয়াবাদ স্পোর্টস ফুটবল একাডেমি বনাম ডায়নামিক ফুটবল একাডেমি (সকাল ১১টায়)। দুটি খেলাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।









