করোনা প্রতিরোধে জনসচেনতা সৃষ্টির লক্ষ্যে পটিয়া ও চন্দনাইশে মাস্ক বিতরণের পাশাপাশি ১৫ ব্যক্তিকে জরিমানা করা হয়। পটিয়া উপজেলার বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ ও মোবাইল কোর্ট পরিচালনা করেন ইউএনও ফয়সাল আহমেদ। গতকাল রোববার পৌরসভার বিভিন্ন দোকান ও শপিংমলে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে না চলার অপরাধে ৯ জনকে ২২ হাজার ৭শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন পটিয়া থানার ওসি (তদন্ত) মিনহাজুর রহমান ভূঁইয়াসহ পুলিশের একটি টিম।
চন্দনাইশ প্রতিনিধি জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি না মানায় চন্দনাইশে ৭ জনের কাছ থেকে ১ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। একই সময় করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালানো হয় এবং মাস্ক বিতরণ করা হয়। গতকাল রোববার দুপুরে এ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন।
জানা যায়, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠে কঠোর অবস্থান নিয়েছে চন্দনাইশ উপজেলা প্রশাসন। তারই অংশ হিসেবে গতকাল রোববার দুপুরে উপজেলার গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় অভিযানে নামে উপজেলা প্রশাসন। অভিযানে স্বাস্থ্যবিধি না মানায় সংক্রামক রোগ আইনে ৭টি মামলায় ৭ জনের কাছ থেকে ১ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় পথচারী, গাড়ি চালক ও যাত্রীদের করোনা ভাইরাস সংক্রমণ রোধে করণীয় সম্পর্কে সচেতন করা হয় এবং জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন জানান, বাংলাদেশে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এ অবস্থায় সচেতন না হলে তা মহামারী আকার ধারণ করবে। তাই স্বাস্থ্যবিধি না মানায় এ অভিযান পরিচালনা করা হয়।