পটিয়া ও চন্দনাইশে ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পটিয়া পৌরসদরের শশাংকমালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। চন্দনাইশে বরকল এস. জেড উচ্চ বিদ্যালয় মাঠে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সাংসদ মো. নজরুল ইসলাম চৌধুরী।
পটিয়া পৌরসদরের শশাংকমালা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিমল মিত্রের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সব্যসাচী নাথ, পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মহিউদ্দিন, পৌর আ. লীগ সভাপতি আলমগীর আলম, নাছির উদ্দিন পদ্মা, নুরুর রশিদ চৌধুরী এজাজ, নুরুল আবছার, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদ, সরওয়ার কামাল রাজীব, বুলবুল আকতার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ প্রমুখ। এ সময় হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণকে করোনা থেকে রক্ষা করতে সময়মত সকলকে করোনার টিকা প্রদান করে নজির সৃষ্টি করেছেন। শিশুদেরকে করোনামুক্ত রাখতে ফাইজারের টিকা কার্যক্রম শুরু করেছে। বরকলে আয়েজিত অনুষ্ঠানে সাংসদ মো. নজরুল ইসলাম চৌধুরী বলেন, বিশ্বের অনেক উন্নত দেশ করোনা মোকাবেলায় হিমশিম খেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় করোনা মোকাবেলায় সফল হয়েছে বাংলাদেশ। দেশের সকল মানুষ ও শিশুরা যাতে করোনার টিকা পায় তার জন্য বিনামূল্যে টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. রুমা ভট্টাচার্য্য, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাখাওয়াত হোসেন। উপস্থিত ছিলেন ডা. মো. শেখ সাদী, ডা. মো. নাহিদ হাসান, জাবেদ মো. গাউছ মিল্টন, আনছারুল হক, পুপুল চৌধুরী, পিযুষ চক্রবর্ত্তী প্রমুখ।