পটিয়ায় মিনিবাসের ধাক্কায় ইমতিয়াজ মাহমুদ ইমন (২২) নামের এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা দুই আরোহী মোহাম্মদ নয়ন (২৩) ও মো: ফোরকান (২৫) গুরুতর আহত হয়েছেন।
এরমধ্যে নয়নকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং ফোরকান চন্দনাইশ বিজিসি ট্রাস্ট মেডিকেলে চিকিৎসা নেন বলে জানা যায়।
শনিবার রাত (১০ জানুয়ারি) রাত ৮টার দিকে পটিয়া বাইপাস সংলগ্ন ইন্দ্রপোল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইমন চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউপির মুরাদাবাদ এলাকার মোস্তাক আহমদের পুত্র ও আহত নয়ন একই উপজেলার উত্তর কাঞ্চনাবাদ এলাকার মো: জসিম উদ্দিনের পুত্র এবং অপর আরোহী ফোরকান একই উপজেলার উত্তর কাঞ্চনা পুর্ব এলাহাবাদ গ্রামের শাহ আলমের পুত্র।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পটিয়ামুখী একটি মিনি বাসকে ওভার টেক করে সামনে যেতেই ওই মিনি বাসের সামনের অংশের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল ও দুই আরোহী মিনি বাসের নীচে চলে যায়। এসময় মোটরসাইকেল চালক ইমন বাসের চাকার নীচে আটকে পড়ে।
দুর্ঘটনাকবলিত দুই মোটরসাইকেল আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরই মিনি বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।
হতাহত দুইজনের এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায়, তারা দুইজন মোটরসাইকেল নিয়ে পটিয়ার মনসা এলাকায় একটি দাওয়াত খেতে আসছিল। দাওয়াত খেয়ে বাড়ি যাওয়ার পথে তারা পটিয়ার ইন্দ্রপোল এলাকায় দুর্ঘটনার শিকার হয়। পরে স্থানীয়রা ইমন ও আহত নয়নকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পটিয়া ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ জানান, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ টিম পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও বাসটি হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।












