পটিয়া ইউনিটি ফোরামের ঈদ পুনর্মিলনী ও অভিষেক

পটিয়া প্রতিনিধি | রবিবার , ৮ মে, ২০২২ at ১১:৩১ পূর্বাহ্ণ

পটিয়ায় কর্মরত ব্যাংকারদের সামাজিক ও উন্নয়নমূলক সংগঠন ‘ইউনিটি ফোরাম’ এর ঈদ পুনর্মিলনী ও অভিষেক গতকাল শনিবার পটিয়ার একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক মো. সজিবুল ইসলাম জনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র আইয়ুব বাবুল।সংগঠনের যুগ্ন আহবায়ক জামাল উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকার মো. আমির হুসাইন।

বক্তব্য রাখেন আসাদুজ্জামান নুুর, মোহাম্মদ আলাউদ্দিন, ইমরান মির্জা, নুসরাত বিনতু, ফারজানা ঝর্ণা, জেবু ইসলাম প্রমুখ। প্রধান অতিথি বলেন, এ সংগঠনের নানামুখী পদক্ষেপ খুবই প্রশংসনীয়। এভাবে স্বস্ব অবস্থান থেকে প্রত্যেকে যদি সমাজ উন্নয়নে কাজ করেন, তাহলে সমাজে দরিদ্র বিমোচনসহ বিভিন্ন ক্ষেত্রে সহায়ক হবে। এভাবে সবার এগিয়ে আসা উচিত।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে আহলে সুন্নাতের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সম্মেলন
পরবর্তী নিবন্ধখুঁটিতে কাজ করতে গিয়ে পল্লী বিদ্যুৎ কর্মী গুরুতর আহত