পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণের দাবি

| মঙ্গলবার , ৫ এপ্রিল, ২০২২ at ৭:১২ পূর্বাহ্ণ

পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণের দাবি তুলেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীসহ সচেতন মহল। ১৭৮ বছরের পুরোনো এ বিদ্যালয়টি দক্ষিণ চট্টগ্রামে শিক্ষার আলোকবর্তিকা হিসেবে খ্যাত।
গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চবি আইন বিভাগের অধ্যাপক এ বি এম আবু নোমান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পটিয়াতে হাইস্কুল জাতীয়করণের কোনো উদ্যোগ নেওয়া হলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ই সবার আগে এর যোগ্য দাবিদার। গত ১০ বছরে শিক্ষার মান ও পরীক্ষার ফলাফলের দিক থেকেও অন্য স্কুলগুলো থেকে এগিয়ে রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি। সম্মেলনে উপস্থিত ছিলেন, ডা. সৈয়দ সাইফুল ইসলাম, প্রাক্তন প্রধান শিক্ষক মিজানুর রহমান, বর্তমান প্রধান শিক্ষক সুনীল কুমার বড়ুয়া, আবুল কাশেম, পটিয়া পৌর আওয়ামী লীগ সভাপতি আলমগীর আলম, আহমদ কবির, আরফ আলী, নজরুল ইসলাম বিপ্লব, চন্দন কান্তি নাথ, দেবাশীষ দাশ, নজরুল ইসলাম, অলক দাশ, ভগীরথ দাশ, বিশ্বজিৎ দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযাত্রীর লাগেজ থেকে ২০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম পরপর দুই দিন করোনা শূন্য