পটিয়ায় ৮ প্রতিবন্ধী পেল নগদ অর্থ

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর, ২০২২ at ১১:৪১ পূর্বাহ্ণ

পটিয়ায় ৩১তম আন্তর্জাতিক ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে ৮জন প্রতিবন্ধী পেল নগদ অর্থ। জীবিকা ও উপার্জন সহায়তার অংশ হিসেবে এ ৮ প্রতিবন্ধী নারী পুরুষ ও শিশু ৮০ হাজার টাকা অর্থসহায়তা প্রদান করা হয়। সামাজিক উন্নয়ন সংগঠন নওজোয়ানের উদ্যোগে ও লিলিয়ান ফন্ডস নেদারল্যান্ড এর আর্থিক সহায়তায় গত মঙ্গলবার অনুষ্ঠানে প্রতিবন্ধীদের হাতে নগদ এ অর্থসহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, পিপলু নাথ, মো. সাহাব উদ্দীন। বিশ্বজিৎ চন্দ্র দাশের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মোহাম্মদ মহিউদ্দীন, নিলুফার জাহান, কণিকা রানী দে, অর্পিতা বড়ুয়া, মোহাম্মদ মিজান। পরে দেশাত্মবোধক গান পরিবেশন করেন প্রতিবন্ধী সঞ্চয় বড়ুয়া।

বক্তারা বলেন, প্রতিবন্ধীরা দেশের গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী। তাদের কোনভাবে অবহেলা না করে পরিবার ও সমাজের অন্যান্য সদস্য ও মানুষের মত প্রতিপালন করতে হবে। তারা সমাজের বিশেষ শ্রেণী। অনুষ্ঠানের পূর্বে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি বের করা হয়।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী পরিবার পরিকল্পনা বিভাগের অ্যাডভোকেসি সভা
পরবর্তী নিবন্ধযুব মহিলা লীগের সম্মেলন আজ