পটিয়ায় রুশনারা বেগম (৫৫) নামের এক বৃদ্ধা গত ৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ওই বৃদ্ধা উপজেলার কচুয়াই ইউনিয়নের শ্রীমাই এলাকা থেকে নিখোঁজ হন। রুশনারা বেগম কচুয়াই ৯নং ওয়ার্ডের ফেরদৌস মিয়ার স্ত্রী। এ ঘটনায় বৃদ্ধার পুত্র মো. বেলাল উদ্দিন বাদী হয়ে পটিয়া থানায় গত বুধবার রাতে একটি নিখোঁজ ডায়েরি করেছেন। জানা গেছে, উপজেলার কচুয়াই ইউনিয়নের শ্রীমাই এলাকার ফেরদৌস মিয়ার স্ত্রী গত ১৩ নভেম্বর নিখোঁজ হন।