পটিয়ায় ৪ হাজার মানুষকে দিলেন দেড় কেজি করে মাংস

কেডিএস গ্রুপের চেয়ারম্যানের উদ্যোগ

পটিয়া প্রতিনিধি | সোমবার , ৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:০২ পূর্বাহ্ণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (🙂 উপলক্ষে এক অনন্য উদ্যোগ নিলেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্টোপলিটন চেম্বার অব কর্মাসের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান। পটিয়ায় ৪ হাজার হত দরিদ্র মানুষের মাঝে দেড় কেজি করে গরু’র মাংস ও ৩ হাজার শুভাকাঙ্ক্ষিকে ভূরিভোজ করালেন তিনি। শনিবার সকালে জিরি ইউনিয়নের সাঁইদাইরের নিজ বাড়িতে ৭টি বিশালাকৃতির গরু জবাই করে তিনি স্থানীয় ৪ হাজার হত দরিদ্র মানুষের মাঝে দেড় কেজি করে কাঁচা মাংস বিতরণ করেন। পরে দুপুরে চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন এলাকার ৩ হাজার আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের জন্য মেজবান ও ভূরিভোজের আয়োজন করা হয়।

মেজবানে আতিথেয়তা গ্রহণে আসা মেহমানদের জন্য বাড়ির গেইট থেকে প্রায় ৫শ ফুট পর্যন্ত লাশ গালিচা বিচানো হয়। দুপুর সাড়ে ১১টার পর থেকে বিভিন্ন অতিথিরা একে একে আসতে থাকেন। প্রায় সবার পরনে ধবধমে সাদা পাঞ্জাবী পায়জামা। ঈদে মিলাদুন্নবী (🙂 ঘিরে আয়োজিত এ পরিবেশটি মেজবানের অনুষ্ঠানকে ছাপিয়ে এক অন্যান্য ধর্মীয় পরিবেশের সৃষ্টি করে।

এ সময় মেজবানের আয়োজক গার্মেন্টস শিল্পের শীর্ষব্যক্তিত্ব খলিলুর রহমান বলেন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমার এ আয়োজন দীর্ঘদিনের। হযরত মোহাম্মদ মোস্তাফা (.) এর আগমন উপলক্ষে সওয়াব ও নেকির উদ্দ্যেশ্যে এ মেজবান ও মাংস বিতরণ করা হয়েছে। এভাবে যতদিন সম্ভব এ আয়োজন করা হবে বলেও এ সময় তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধমাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি ঢাকার জশনে জুলুস ও কনফারেন্স
পরবর্তী নিবন্ধজুলুসে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু