পটিয়ায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণ ও অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ সময় নিয়ম অমান্য করায় ১৪টি মামলা দায়ের ও কাগজপত্রবিহীন ৩৬টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এছাড়াও অভিযানে ৫০টি মোটরসাইকেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) ড. আশিক মাহমুদের নেতৃত্বে পৌরসদরের থানার মোড়, পোস্ট অফিস মোড়, তালতলা চৌকি এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন পটিয়া থানার ওসি প্রিটন সরকার, পটিয়া ট্রাফিক জোনের ওসি হাবিব হাসান, ওসি (তদন্ত) সাইফুল ইসলামসহ পটিয়া ট্রাফিক পুলিশ ও থানা পুলিশের একাধিক টিম। অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ জানান, লাইসেন্সবিহীন অবৈধ মোটরসাইকেল নিয়ে ছিনতাই ও কিশোর গ্যাংয়ের অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় এসব মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ নির্মূলে পটিয়া থানা পুলিশ ও পটিয়া ট্রাফিক পুলিশ এ অভিযান পরিচালনা করবে। তিনি জানান, গত সপ্তাহে পটিয়ার বিভিন্ন এলাকায় অবৈধ মোটরসাইকেলের বিষয়ে জনগণের মাঝে প্রচারপত্র বিলি করা হয়েছে। এরপর গতকাল সোমবার পুলিশের বিভিন্ন বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এখন থেকে এ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। পটিয়া ট্রাফিক জোনের ওসি হাবিব হাসান জানান, সড়কে আইন অমান্য করায় ১৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দায়ের ও কাগজপত্রবিহীন ৩৬টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। লাইসেন্সবিহীন অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।