পটিয়ায় ৩৬ মোটরসাইকেল জব্দ, ১৪টি মামলা

কিশোর গ্যাং রুখতে বিশেষ অভিযান

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ মে, ২০২৩ at ৭:৪১ পূর্বাহ্ণ

পটিয়ায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণ ও অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ সময় নিয়ম অমান্য করায় ১৪টি মামলা দায়ের ও কাগজপত্রবিহীন ৩৬টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এছাড়াও অভিযানে ৫০টি মোটরসাইকেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) . আশিক মাহমুদের নেতৃত্বে পৌরসদরের থানার মোড়, পোস্ট অফিস মোড়, তালতলা চৌকি এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন পটিয়া থানার ওসি প্রিটন সরকার, পটিয়া ট্রাফিক জোনের ওসি হাবিব হাসান, ওসি (তদন্ত) সাইফুল ইসলামসহ পটিয়া ট্রাফিক পুলিশ ও থানা পুলিশের একাধিক টিম। অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ জানান, লাইসেন্সবিহীন অবৈধ মোটরসাইকেল নিয়ে ছিনতাই ও কিশোর গ্যাংয়ের অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় এসব মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ নির্মূলে পটিয়া থানা পুলিশ ও পটিয়া ট্রাফিক পুলিশ এ অভিযান পরিচালনা করবে। তিনি জানান, গত সপ্তাহে পটিয়ার বিভিন্ন এলাকায় অবৈধ মোটরসাইকেলের বিষয়ে জনগণের মাঝে প্রচারপত্র বিলি করা হয়েছে। এরপর গতকাল সোমবার পুলিশের বিভিন্ন বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এখন থেকে এ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। পটিয়া ট্রাফিক জোনের ওসি হাবিব হাসান জানান, সড়কে আইন অমান্য করায় ১৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দায়ের ও কাগজপত্রবিহীন ৩৬টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। লাইসেন্সবিহীন অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধব্রাইট বাংলাদেশ ফোরামের অধিপরামর্শ সভা