পটিয়ায় পণ্যবাহী মিনি ট্রাকে বিশেষ কায়দায় পাচারকালে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে উপজেলার কচুয়াই ইউনিয়নের কমলমুন্সির হাট এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় ৬ পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের আবু বক্কর ছিদ্দিকীর পুত্র মো. ইউনুচ (২৯), একই এলাকার আয়ুব আলীর পুত্র আবদুল আলীম প্রকাশ আমিন (২৮), মৃত আলী আকবরের পুত্র কবির আহমদ প্রকাশ কবির সওদাগর (৪৬), টেকনাফ সদর ইউনিয়নের মৃত তাজুল আহমদের পুত্র আবদুল জলিল (৫০), মৃত নাজির হোসাইনের পুত্র সাব্বির আহমদ (৬৪) ও টেকনাফের সাবরাং ইউনিয়নের ছৈয়দ আহমদের পুত্র হাসান আহমদ (৫৫)।
পুলিশ জানায়, চট্টগ্রামমুখী একটি মিনি ট্রাকে করে ইয়াবা পাচারের সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার বলেন, এ ঘটনায় পটিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।