চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়ায় ২ হাজার লিটার চোলাই মদসহ এক যুবককে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম মো. হামিদ (২০)। তিনি সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের দক্ষিণ পাড়ার বাসিন্দা ফরিদ আহাম্মদের পুত্র।পুলিশ জানায়, পিকআপভর্তি চোলাই মদ বান্দরবান থেকে কর্ণফুলী উপজেলার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপের চালক পালিয়ে যান। তবে ঘটনাস্থল থেকেই মদসহ মো. হামিদকে আটক করা হয়।পটিয়া থানার ওসি নুরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ হাজার লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত থাকবে।











