পটিয়ায় ২৭০জন প্রতিবন্ধী খাদ্য ও সুরক্ষা সামগ্রী। সমাজ উন্নয়ন সংগঠন নওজোয়ানের উদ্যোগে ডিআরআর এর সহাযোগিতায় এবং নেদারল্যান্ড এলএফ ফান্ডের অর্থায়নে উপজেলার বিভিন্ন এলাকার শারীরিক মানসিক প্রতীবন্ধী শিশু কিশোরদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।
গতকাল সোমবার উপজেলার খানমোহনা নওজোয়ান প্রতিবন্ধী রিসোর্স সেন্টারে দক্ষিণ ভুর্ষি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আইয়ুব বাবুল, হেফাজুল করিম রকিব, জেবুন্নাহার নার্গিস। প্রধান বক্তা ছিলেন নওজোয়ানের প্রধান নির্বাহী ইমাম হোসেন চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউপি সদস্য এস এম শাহজাহান, মো. শাহ আলম, সফিকুল ইসলাম, বিশ্বজিত দাশ, প্রবীর দাশ পূজন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অনামিকা দাশ নিঝুম। প্রতিবন্ধীদের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন মো. মিজান। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশ করেন প্রতিবন্ধী সঞ্জয় বড়ুয়া।
প্রধান অতিথি বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা আমাদের মতোই মানুষ। তাদেরকে যথাযথ যত্ম ও ভালবাসা দিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে।