পটিয়ায় ২৫০-৩০০ জনকে আসামি করে পুলিশের মামলা

ইসলামী ব্যাংকে বিশেষ পুনঃমূল্যায়ন পরীক্ষা নিয়ে সংঘর্ষ

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৩৭ পূর্বাহ্ণ

পটিয়ায় ইসলামী ব্যাংকের লেনদেন বন্ধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল সোমবার রাতে পটিয়া থানার উপ পরিদর্শক (এসআই) কামাল উদ্দীন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এতে অজ্ঞাত ২৫০৩০০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, রবিবার সকালে ইসলামী ব্যাংকের পুনঃনিরীক্ষণ পরীক্ষা বয়কট ও চাকরিচ্যুত কর্মকর্তাকর্মচারীদের পুনর্বহালের দাবিতে স্থানীয়ভাবে আন্দোলনের ডাক দেওয়া হয়। ওই সময় কয়েকজন কর্মকর্তা পটিয়া শাখায় কাজে যোগ দিতে গেলে স্থানীয় লোকজন বাধা দেন। একপর্যায়ে তারা ব্যাংক ম্যানেজারের কক্ষে প্রবেশ করেন।

অভিযোগ রয়েছে, এ সময় একটি গ্রুপ ব্যাংকের সম্পদ লুটের চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু তাতে উত্তেজনা আরও বাড়ে। স্থানীয়রা ব্যাংকের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন, ফলে দিনভর লেনদেন বন্ধ থাকে। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালে সংঘর্ষ বাঁধে। সুযোগ বুঝে কিছু যুবক ওসির ওপর হামলা চালায় এবং তাঁকে কিলঘুষি মারে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হন। তাঁদের মধ্যে আছেন এসআই ফরহাদ, কনস্টেবল সজল ও প্রকাশ। এ বিষয়ে ওসি নুরুজ্জামান বলেন, ঘটনার পর মামলা দায়ের হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মাঠে আছে। অভিযুক্তদের শনাক্তের কাজ চলছে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত
পরবর্তী নিবন্ধদুদকের মামলায় ফজলে করিমকে গ্রেপ্তার দেখানোর আবেদন