পটিয়া পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ১৫টি মামলায় মোট ৪৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জরিমানার পাশাপাশি সড়ক ও ফুটপাতে অবৈধভাবে রাখা মালামাল জব্দ করে পৌরসভার জিম্মায় রাখা হয়েছে। গতকাল বুধবার পৌরসভা এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমান।
ইউএনও জানান, সড়ক ও ফুটপাতে অবৈধভাবে দোকানের মালামাল–ভবন নির্মাণ সামগ্রী রাখা, পৌরসভার অনুমোদিত নকশা ছাড়া স্থাপনা নির্মাণ এবং ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধে সংশ্লিষ্ট ব্যবসায়ী, প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে জরিমানা আদায়ের পাশাপাশি মালামাল জব্দ করে পৌরসভার জিম্মায় রাখা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।