আত্মীয়ের মৃত্যুর খবর শুনে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় পটিয়ায় নারী পুরুষসহ ১১জনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গত রবিবার সকাল ১১টার দিকে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ড বানীগ্রাম তিতা গাজীর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা চিকিৎসাধীন থাকায় ঘটনার একদিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত থানায় কোন মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি। এ ঘটনায় আহতরা হলেন– আহমেদ হোসেন প্রকাশ মির আহমেদ (৪১), জালাল আহমেদ (৫২), ছাবের আহমেদ (৪৮), মোহাম্মদ হাফেজ (৫০), আলাউদ্দিন ফরহাদ (২৮), মোহাম্মদ সায়েম (২২), শারমিন (২৮), আব্দুল খালেক (১৭), জাফর আহমেদ (৪৩), রহিমা আক্তার (৩৭), শামিমা বেগম (৩৫)। বর্তমানে আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ শাহজাহান বলেন, আহমেদ হোসেনের পরিবার তার এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে জানাজায় যাওয়ার জন্য বের হলে প্রতিপক্ষের লোকজন তাদের উপর অতর্কিত হামলা করে। এতে ১১ জনকে তারা কুপিয়ে জখম করে। যা খুবই মর্মান্তিক একটি ঘটনা। পরবর্তীতে আমি গাড়ি পাঠিয়ে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। জানতে চাইলে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রিটন সরকার জানান, ঘটনা শুনেছি। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কেউ কোন মামলা বা অভিযোগ দেয়নি।