পটিয়ার জঙ্গলখাইনে অনাবাদী জমি চাষাবাদের আওতায় আনতে ও কৃষকদের সেচ সুবিধা দিতে ২৫টি ডিপটিউভওয়েল বসানোর উদ্যোগ নিয়েছে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। এছাড়া স্থানীয় ১১শ’ ২৭ জন দরিদ্র মানুষ পেল বিনামূল্যে চাল কম্বল ও টিসিবি পণ্য। এসময় হুইপ সামশুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা যাবেনা। যা বাস্তবায়নে আবাদযোগ্য পতিত জমি চাষাবাদের আওতায় আনতে কৃষকদের সব সহযোগিতা দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে স্থানীয় জমির মালিক ও কৃষকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সভায় কৃষকরা তাদের জমি কেন আবাদ করা যাচ্ছেনা তার একাধিক সমস্যার কথা তুলে ধরেন। এসময় হুইপ তাদের এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন।
ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল মামুন, কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ, আ.লীগ নেতা শাহাদাত হোসেন ফরিদ, এম.এজাজ চৌধুরী, অসিত বড়ুয়া, মর্তুজা কামাল মুন্সি, শফিকুল মন্নান চৌধুরী, শাহেদ উদ্দিন সুমন, মিজানুর রহমান, ইউপি সদস্য বখতিয়ার উদ্দিন বকুল, মো. আবুল হাসান, রোমেন বড়ুয়া, আনন্দ দাশ, মেম্বার তাহমিনা আকতার, বিলকিস আকতার মিল্কি, ফেরদৌস বেগম প্রমুখ। পরে জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গরীব ও অসহায়দের মাঝে টিসিবি পণ্য, ভিজিএফ এর চাল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন হুইপ সামশুল হক চৌধুরী এমপি।












