পটিয়ায় ১শ মুক্তিযোদ্ধা পেলেন বিশেষ হেল্থ কার্ড । জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ চিকিৎসা সহায়তার অংশ হিসেবে পটিয়া জেনারেল হাসপাতালের সৌজন্যে এ হেলথ কার্ড বিতরণ করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, এ বিশেষ হেল্থ কার্ড সুবিধায় মুক্তিযোদ্ধারা পাবেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় ৫০-৬০% ও হাসপাতালে চিকিৎসায় বিশেষ ছাড়। প্রাথমিকভাবে ১শ জন মুক্তিযোদ্ধাকে এ সুবিধা দেয়া হলেও, পর্যায়ক্রমে পটিয়ার সকল মুক্তিযোদ্ধাদের এ সুবিধার আওতায় আনা হবে জানান তারা।
এ উপলক্ষে গতকাল মঙ্গলবার হাসপাতালের চেয়ারম্যান ডা. এ কে এম মহিউদ্দীন মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। হাসপাতালের ভাইস চেয়ারম্যান বাহাদুর খাদেমীর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন পৌর মেয়র আইয়ুব বাবুল। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর গোফরান রানা, সরয়ার কামাল রাজিব, সামশুদ্দিন আহমদ, আহমদ নবী, আবদুল মান্নান। বক্তব্য রাখেন পটিয়া প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ সিদ্দিকী, ডা. সাথী ধর, হাসপাতালের পরিচালক বেলাল হোসেন, মো. সাইফুল ইসলাম, ডা. আবু সুফিয়ান, ডা. সাজ্জাদ হোসেন, ফারুক হোসেন মার্শাল প্রমুখ।
প্রধান অতিথি বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ট সন্তান। পটিয়া জেনারেল হাসপাতাল বিজয়ের সুবর্ণজয়ন্তীতে মুক্তিযোদ্ধাদের যে সম্মান দিয়েছেন তা একটি মহৎ ও ব্যতিক্রমী উদ্যোগ।