পটিয়ায় ১শ কৃষক পেল বিনামূল্যে হাইব্রিড আমন ধানের বীজ

সরকার কৃষির উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে হুইপ সামশুল

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ জুন, ২০২৩ at ৯:৫৫ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুর এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার কৃষক ও কৃষির উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। তারই ধারবাহিকতায় বিভিন্ন মৌসুমে কৃষকদের বিনামূল্যে ধানসহ বিভিন্ন সবজির বীজ ও সার বিতরণ করছেন। তাই বিশ্বেজুড়ে প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধবিগ্রহের কারণে খাদ্য সংকট দেখা দিলেও বাংলাদেশে খাদ্য শস্যের সামান্য দাম বাড়লেও খাদ্য সংকট দেখা যায়নি। আমাদের কৃষিবান্ধক সরকারের এটি বড় অর্জন। কৃষকদেরও যথাসময়ে সরকারের দেয়া সুযোগ সুবিধাগুলো নিয়ে মাঠ পর্যায়ে এর কার্যকর ভুমিকা পালন করতে হবে।

তিনি গত শনিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ১শ’ জন কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রীড আমন ধানের বীজ বিতরণকালে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল, উপজেলা শিক্ষা অফিসার আবু আহমেদ, জিরি ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম খান টিপু, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক এম এজাজ চৌধুরী, পৌর কাউন্সিলর কামাল উদ্দিন বেলাল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধইউসিবি পিএলসির ৪০তম বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধএকগুচ্ছ নাটকে ভিন্ন ঘরানার সব চরিত্রে প্রকৃতি