জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকলে, এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়। তাদের শাসনামলে দেশে জঙ্গি ও সাম্প্রদায়িক শক্তি মাথা চড়া দিয়ে উঠে। তারা উন্নয়ন অগ্রগতির পরিবর্তে দেশে অশান্তি ও বিশৃংখলার সৃষ্টি করে। তাই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষতায় পুনরায় অধিষ্ঠিত করতে হবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বিরল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। গত বুধবার উপজেলার চক্রশালা উদয়ন সংঘের উদ্যোগে ও রাজমাতা ঠাকুরানী দক্ষিণা কালী মন্দির চক্রশালার সহযোগিতায় শ্যামা পূজা উদযাপন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উদযাপন পরিষদের সভাপতি প্রকৌশলী সুমন সিংহের সভাপতিত্বে ও অ্যাডভোকেট লিটন ভট্টাচার্যের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি ছিলেন জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য দেবব্রত দাশ দেবু, ফারহানা আফরীন জিনিয়া। বিশেষ অতিথি ছিলেন কচুয়াই ইউপি চেয়ারম্যান এস এম ইনজামুল হক জসিম।স্বাগত বক্তব্য রাখেন প্রকৌশলী রাহুল গুহ বাঁধন।