পটিয়ায় স্বর্ণের নকল বারসহ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ মে, ২০২৩ at ৭:৫৯ পূর্বাহ্ণ

পটিয়ায় স্বর্ণের দুইটি নকল বারসহ সংঘবদ্ধ প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ২টি পিতলের তৈরি নকল স্বর্ণের বার, একটি অনটেস্ট সিএনজি গাড়ি এবং প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত ১ জোড়া কানের স্বর্ণের দুল উদ্ধার করা হয়। গত রবিবার সন্ধ্যায় উপজেলার চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের মোজাফরাবাদ কলেজের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের গাছবাড়ীয়া পূর্ব ছৈয়দাবাদ (পদ্মা ডেবা) এলাকার মৃত আব্দুল শুক্কুরের ছেলে নুরুল আমিন প্রকাশ সরওয়ার (৩৭), একই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মো. শহীদ (৩০), চকরিয়া থানার মগ বাজার সাহারবিল চোঁয়ারফাড়ী (দক্ষিণ নয়াপাড়া) এলাকার মৃত আবুল শামার ছেলে শমসুল আলম (৪২) ও একই এলাকার শমসুল আলমের স্ত্রী জনুয়ারা বেগম (২৫)। পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ বলেন, ধৃত আসামিরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে পটিয়া ও আশপাশের থানা এলাকায় পিতলের তৈরি নকল স্বর্ণের বার দেখিয়ে নিরীহ জনগণকে প্রতারণার ফাঁদে ফেলে নগদ টাকা ও প্রকৃত স্বর্ণালংকার আত্মসাৎ করে আসছিল। আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর গতকাল সোমবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে মাদক ব্যবসায়ী আটক
পরবর্তী নিবন্ধগ্রন্থপাঠ কার্যক্রমের পুরস্কার বিতরণী অনুষ্ঠান