পটিয়ায় মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সৈয়দ আহনাফ মোরশেদ সাদি স্মৃতি (দিবা-রাত্রি) ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বড়লিয়ায় সৈয়দ আহনাফ মোরশেদ স্মৃতি সংসদের উদ্যোগে পূর্ব বাড়ৈকাড়া মৌলভী হাটস্থ বৌদ্ধ মন্দির সংলগ্ন মাঠে এ টুর্নামেন্ট মাঠে গড়ায়। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বড়লিয়া আব্দুস ছালাম আউলিয়া ক্রিকেট একাডেমি পরাজিত করে পটিয়া সার্কুলার রোড ক্রিকেট একাডেমি।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী সৈয়দ মোরশেদ উল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাজমুল করিম চৌধুরী শারুন।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম সামশুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ নুরুল আবছার, মোরশেদুল আলম চৌধুরী, সৈয়দ খুরশিদ আলম, উজ্জ্বল চৌধুরী চন্দন, লায়ন মো. ইউনুস তালুকদার, মো. জামিল উদ্দিন, ইদ্রিস পানু, আনিসুর রহমান আনিস, কুরবান আলী, মোকছেদুল, শাহাদাৎ হোসেন সরওয়ার, মো. আলম, জাহাঙ্গীর আলম, কাজী আনিস, মীর মহিউদ্দিন, সাজ্জাদ হোসেন, ফয়সাল, শাহিন, রাকিব, শুভ বড়ুয়া।