পটিয়ায় সুপেয় পানি সরবরাহ প্রকল্প উদ্বোধন

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২০ এপ্রিল, ২০২১ at ১০:৫৫ পূর্বাহ্ণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে পটিয়া সুপেয় পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শের মোহাম্মদ বাড়ি এলাকায় খাবারের পানি সরবরাহের জন্য নলকূপে কম্প্রেসার সংযোগ স্থাপনের মাধ্যমে এ প্রকল্পের উদ্বোধন করেন পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুল।
গতকাল সোমবার কম্প্রেসার সংযোগ স্থাপন উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরওয়ার কামাল রাজীব, পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ পলাশ, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল বায়েস, সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা আবুল মনসুর, যুবলীগ নেতা আবদুল্লাহ আল নোমান, আবু ছৈয়দ, মো. শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, নাঈম উদ্দিন নাঈম, সাখাওয়াত হোসেন, মীল এরশাদুল রহমান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতদলের সদস্য আটক
পরবর্তী নিবন্ধলকডাউন বাস্তবায়নে আরো কঠোর হওয়ার আহ্বান