পটিয়ায় সুন্নী আন্দোলনের সমাবেশ ও মাহফিল

| রবিবার , ২৩ অক্টোবর, ২০২২ at ১০:৪৫ পূর্বাহ্ণ

দয়াময় আল্লাহতাআলার পরম রহমত হিসেবে সমগ্র মানবমন্ডলীর দোজাহানের সর্বকল্যাণ ও মুক্তি সাধনায় দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন ঈদে আজম উদযাপন উপলক্ষে পটিয়ায় মহাসমাবেশ ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার পটিয়া আবদুস সোবাহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের উদ্যোগে এ মহাসমাবেশ ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান মেহমান ছিলেন ইমামে আহলে সুন্নাত হাফেজ আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ। দিকনির্দেশনামূলক বক্তব্য ও সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহী রাহমা।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় নেতা আল্লামা আবু আরেফ সারতাজ, সংগঠনের মহাসচিব আল্লামা শেখ রায়হান রাহবার, কেন্দ্রীয় নেতা হাফেজ আল্লামা ইলিয়াস শাহ, এমদাদুল হক সাইফ, প্রফেসর ড. নুরুন্নবী, শেখ নঈম উদ্দিন, আল্লামা রেজাউল কাওসার, কামরুল ইসলাম নকিব, মাওলানা নজরুল ইসলাম সহ শতাধিক সম্মানিত পীর মাশায়েখ ওলামায়ে কেরাম, চিন্তাবিদ, গবেষক, দার্শনিক ও শিক্ষাবিদবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগং মেট্রোপলিটনের৪দিন ব্যাপী চক্ষু শিবির শুরু
পরবর্তী নিবন্ধ‘আজ ওবাইদুল হাকিম শাহ পরিচিতি ও কারামাত’ গ্রন্থের প্রকাশনা উৎসব