পটিয়ায় সাহিত্য–সাংস্কৃতিক স্বর্ণপদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাহিত্যবিশারদ আজীবন সম্মাননা অনুষ্ঠান গত শনিবার পটিয়া ক্লাব জালাল–মাহবুব মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়। এতে সাহিত্যবিশারদ আজীবন সম্মাননা লাভ করেন লেখক ও গবেষক মুহাম্মদ শামসুল হক। আজীবন সম্মাননা হিসেবে গিফ্ট চেক, সম্মাননা ক্রেস্ট, এক ব্যাগ বই ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এছাড়া দেশাত্মকবোধক, রবীন্দ্র সঙ্গীত ও নজরুল গীতিতে প্রথম স্থান অধিকার করে সাহিত্যবিশারদ স্বর্ণপদক লাভ করেন মন্বসীতা চৌধুরী। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ১৫৫ জনকে সনদ ও বিভিন্ন বই পুরস্কার হিসেবে প্রদান করা হয়।
সাহিত্য বিশারদ স্মৃতি সংসদের সভাপতি মুহাম্মদ ছৈয়দ চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আকরাম হোসেন। সংগঠনের উপদেষ্টা অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানুর সঞ্চালনায় অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন কবি, সাংবাদিক আবুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, চবি আইন অনুষদের প্রাক্তন ডিন প্রফেসর এ. বি. এম. আবু নোমান। বক্তব্য রাখেন ড. সংঘপ্রিয় মহাথেরো, অধ্যাপক অজিত মিত্র, দেবাশীষ দাশ দীপক, উত্তম ভট্টাচার্য্য, অধ্যাপক ভগিরত দাশ, শওকত হাসান লিটন, গফফারুল বশর মনু, সাইফুল্লাহ পলাশ, হামিম রায়হান, সঞ্জয় দে টিটু, সুকান্ত দাশ, রকি সেন, রাসেল সেন প্রমুখ।