পটিয়ায় সম্মিলিত প্রচেষ্টা ফাউন্ডেশনের ৭ম বর্ষপূর্তি অনুষ্ঠান গত ৩০ জুলাই অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক চেয়ারম্যান মোহাম্মদ সেলিম।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি আবু হানিফ মোহাম্মদ সজীবের সভাপতিত্বে এবং জে এ রুবেল ও ফারুক আহমেদ রাজুর সঞ্চালনায় উদ্বোধক ছিলেন পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল।
বিশেষ অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর পেয়ার মোহাম্মদ, মুহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার, মুহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বেশ কিছু সংগঠন ও ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।