পটিয়া আনুষ্ঠানিকভাবে মাঠে গড়াচ্ছে মুজিববর্ষ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। মুজিব জম্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্ট আগামীকাল শনিবার সকালে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার আয়োজক পটিয়া ক্রিকেট একাডেমির পক্ষ থেকে স্থানীয় সংবাদকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন পারভেজ, নির্বাহী সদস্য পুলক চৌধুরী, ক্রিকেট একাডেমির পরিচালক ও টুর্নামেন্টের আহবায়ক মুহাম্মদ শাহরিয়ার শাহজাহান, টুর্নামেন্টের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম। মতবিনিময় সভায় আয়োজক কমিটি জানায় এই টুর্নামেন্টে ৬টি দল অংশগ্রহণ করবে। দলগুলো হচ্ছে পটিয়া ক্রিকেট একাডেমি, আনোয়ারা ক্রিকেট একাডেমি, সাতকানিয়া ক্রিকেট একাডেমি, চট্টগ্রাম উদীয়মান ক্রিকেট একাডেমি, পাঁচলাইশ ক্রিকেট একাডেমি, নাজিরহাট ক্রিকেট একাডেমি। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করবে পটিয়া ক্রিকেট একাডেমির বনাম আনোয়ারা ক্রিকেট একাডেমি। উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এ টুর্নামেন্ট পরিচালিত হবে।