পটিয়ায় পারিবারিক বিরোধের জেরে শাহেদুল ইসলাম (১৯) নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। সে পটিয়া সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। বৃহস্পতিবার (১ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ছনহরা ইউনিয়নের বাথুয়া ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।