পটিয়ায় শর্ট সার্কিটের আগুনে পুড়ল দুই লবণ মিল

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৫:৫৩ পূর্বাহ্ণ

পটিয়া পৌর সদরের ইন্দ্রপুল এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ল দুই লবণ মিল। গতকাল সোমবার রাত ৯টার দিকে পটিয়া সল্ট ও জে কে সল্ট নামের দুইটি লবণ মিলে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ক্ষতিগ্রস্থ পটিয়া সল্টের ম্যানেজার মোহাম্মদ কাইছার বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে আমাদের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। একদিকে ফায়ার সার্ভিসের পানিতে লবণ গলে পানিতে মিশে যায়। অন্যদিকে বেশ কিছু লবণ আগুনে পুড়ে যায়। পটিয়া ফায়ার সার্ভিসের টিম কমান্ডার প্রদীপ ত্রিপুরা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছেবৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

পটিয়া ইন্দ্রপুল লবণ মিল ব্রোকার সমিতির সেক্রেটারি কিশোর দাশ জানান, রাত ৯টার দিকে হঠাৎ পটিয়া সল্ট লবণ মিল থেকে ধোয়া উঠতে দেখা যায়। তখন মিলের শ্রমিক ও কর্মচারীরা পানির জন্য এদিক ওদিক দৌড়াতে থাকে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আসতে কিছুটা বিলম্ব হয়। তবে তারা এসে আগুন নেভাতে দ্রুত কাজ শুরু করেন এবং অন্যান্য মিলে আগুন না ছড়াতে কাজ করেন।

লবণ মিলের মালিক জসিম উদ্দিন জানান, হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তেই মিলের ভেতরের কাঁচামাল ও যন্ত্রপাতি পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পটিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রাজেস বড়ুয়া জানান, লবণ মিলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ করেন। এতে আগুন আশপাশে ছড়াতে পারেনি।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে বাস্তবায়নের দাবি