পটিয়ায় লাইনম্যানদের চাঁদাবাজি আধঘণ্টা যান চলাচল বন্ধ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

পটিয়া প্রতিনিধি | সোমবার , ৬ ডিসেম্বর, ২০২১ at ৬:১৯ পূর্বাহ্ণ

লাইনম্যানদের প্রতিনিয়ত বেপরোয়া চাঁদাবাজির প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার-পটিয়া মহাসড়কে রবিবার দুপুরে আধঘণ্টা যানবাহন চলাচল বন্ধ রাখেন পরিবহন মালিকরা। এতে অফিস আদালত ও নানা কাজে শহরগামী ও পটিয়া আসা যাত্রীরা চরম বেকায়দায় পড়ে। খবর পেয়ে পটিয়া ট্রাফিক পুলিশ ইনচার্জ জিল্লুর রহিম, থানার এস আই হিরু বিকাশ ঘটনাস্থলে গিয়ে বাস মালিক সমিতির অর্থ সম্পাদক মো. ইয়াছিন ও মো. সেলিমের মধ্যস্থায় যানবাহন চলাচল স্বাভাবিক করেন। এ বিষয় নিয়ে পটিয়া বাস মালিক সমিতির সদস্য মো. সেলিম পটিয়া থানা ও ট্রাফিক পুলিশ বরাবর পৃথক লিখিত অভিযোগ দেন। এতে বিবাদীরা হলেন, চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ বাস-মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ইউনুছ, লাইনম্যান শওকত হোসেন, চট্টগ্রাম-কক্সবাজার আন্তঃজেলা বিলাসী কোস্টার/চেয়ার কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী ও লাইনম্যান মো. শফি। অভিযোগ সূত্রে জানা যায়, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দুই সমিতিতে প্রায় ৪ শতাধিক সদস্য সমিতির অন্তর্ভুক্ত রয়েছে। সড়কে বাস-মিনিবাস পরিচালনায় শ্রমিক ইউনিয়নের জন্য প্রতিটি গাড়ি ৩০ টাকা ও মালিক সমিতির জন্য ৩০ টাকা আদায়ে সিদ্ধান্ত রয়েছে। কিন্তু বিবাদীগণ ইউনিয়ন বা সমিতির নীতিমালা/ সিদ্ধান্ত অমান্য করে দীর্ঘদিন যাবত প্রতিটি গাড়ি থেকে ২৬০ টাকা করে আদায় করছেন বলে অভিযোগ রয়েছে। পরিবহনের শ্রমিকরা এই অনিয়ম ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করলে তাদেরকে বিভিন্নভাবে ভয়ভীর্তি ও হুমকি দিয়ে আসছিল লাইম্যানদের একটি সিন্ডিকেট। এর জের ধরে গতকাল লাইনম্যান শওকত হোসেন, মো. শফি অপরাপর বিবাদীগণের যোগসাজসে পটিয়া বাস স্টেশনে প্রতিটি গাড়ি থেকে ৩শ টাকা করে আদায় করতে থাকে মর্মে অভিযোগ করা হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা সৃষ্টি হলে আধঘণ্টা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়।
সূত্রে জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার আন্তঃজেলা বিলাসী কোস্টার/চেয়ার কোচ মালিক সমিতি নামের এ সংগঠনটিতে দীর্ঘ ৪০ বছর যাবত কোনো নির্বাচন হয়নি। তবে এ সমিতির বেশ কয়েকজন পরিবহন সেক্টরের দায়িত্ব পালন করে যাচ্ছেন। গত ০৬/১২/২০২০ইং তারিখে চট্টগ্রাম-কক্সবাজার আন্তঃজেলা বিলাসী কোস্টার/চেয়ার কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী স্বাক্ষরিত একটি অবগতিতে পটিয়া পৌরসভা টার্মিনাল ইজারা ফিস ৩০ টাকা, শ্রমিক ইউনিয়ন লেভি ৪০ টাকা, লাইনম্যান খরচ ২০ টাকা, চেকার খরচ ১০ টাকা, টার্মিনাল শৃক্সখলা কমিটি ১০ টাকা ও যৌথ কমিটি খরচ ২০ টাকা, মোট ১৩০ টাকা সমিতির সার্ভিস চার্জ আদায় করার নির্দেশনা দেন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বৈধ গাড়ি ৮০টি ও অবৈধ ১২০টি গাড়ি চলাচল করছে। এর মধ্যে অবৈধ প্রতিটি গাড়ি থেকে প্রতিমাসে প্রশাসনের নামে ৩ হাজার টাকা আদায় করা হয় বলে সূত্র জানায়।
এ বিষয়ে চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ বাস-মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ইউনুছ জানান, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে কয়েক হাজার ছোট-বড় অবৈধ যানবাহন চলাচল করছে। এতে বাস মালিক সমিতির নামে কোনো চাঁদা নেওয়া হয় না। যারা চাঁদা আদায় করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের নিকট তিনি দাবি জানান।

পূর্ববর্তী নিবন্ধমাওলানা রুমী পথহারা মানুষের পথপ্রদর্শক
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের আন্দোলনে তাদের মায়েরাও ঢুকে গেছেন : তথ্যমন্ত্রী