বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট গতকাল বুধবার পটিয়ার ৬ নং কুসুমপুরা ইউনিয়নের পানিবন্দি পরিবারের মাঝে হাইজিন পার্সেল, নিত্য প্রয়োজনীয় সরঞ্জামাদি বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী।
প্রধান অতিথি দুর্যোগে সবসময় প্রস্তুত থাকার জন্য রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের নির্দেশনা প্রদান করেন। কুসুমপুরা ইউপি চেয়ারম্যান জাকারিয়া ডালিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী মো. আসলাম খান, জেলা পরিষদ সদস্য ফারহানা আফরিনা জিনিয়া, শাহাদাত হোসেন রুমেল, মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল, যুব রেড ক্রিসেন্ট প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান।
উল্লেখ্য, পানিবন্দি মানুষের মাঝে বিতরণ করা উপকরণ হলো – কলসি, কাপড় ধোয়ার সাবান, ওয়াশিং পাউডার, নেইল কাটার, তোয়ালে, পানির জগ, মগসহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম। প্রেস বিজ্ঞপ্তি।