শিক্ষা ও শিক্ষকদের মানোন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান। তিনি বলেন, শিক্ষকদের অনেক চাওয়া–পাওয়া থাকতে পারে। তাদের অনেক বঞ্চনাও আছে। আছে অপ্রাপ্তি। সেজন্য ক্ষোভের বশীভূত হয়ে এমন কোন কাজ করা উচিত নয়, যাতে শিক্ষার্থীরা শিক্ষকদের নিকট থেকে কোন ভুল ম্যাসেজ পায়।
তিনি বলেন, শিক্ষকরা সব সময় সব জায়গায় শ্রদ্ধা ও সম্মানের পাত্র। সেই সম্মান তাদেরকেই বজায় রাখতে হবে। তিনি গত ১১ ডিসেম্বর আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে বরণ, বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের নতুন সভাপতি হিসেবে তাকে বরণ করা হয় এবং বিদায়ী সভাপতি মো. জাহিদুল হককে বিদায় জানানো হয়। এছাড়া বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র প্রবাসী মো: বদিউল আলমকে দাতা সদস্য হিসেবে সংবর্ধনা দেয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.টি.এম. তোহা স্বাগত বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি জাহিদুল হক, সংবর্ধিত অতিথি মো. বদিউল আলম, সমাজকর্মী খোরশেদ আলম, বদরুল খায়ের চৌধুরী, মোজাম্মেল হক। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: নুরুল আবচারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা এ.এইচ.এম. রহমান।










