পটিয়ায় রাতের খাবার খেয়ে অজ্ঞান একই পরিবারের ৫ সদস্য

পটিয়া প্রতিনিধি | রবিবার , ১৮ জুলাই, ২০২১ at ৬:৪২ পূর্বাহ্ণ

পটিয়ায় রাতের খাবার খেয়ে জ্ঞান হারালো একই পরিবারের ৫ সদস্য। গত শুক্রবার রাত ১০টায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আলতাফ মাঝির বাড়িতে এই ঘটনা ঘটে। পরে রাত ৩টায় অজ্ঞান অবস্থায় তাদের পটিয়া হাসপাতালে নিয়ে যায় প্রতিবেশীরা। এদের মধ্যে চিকিৎসা শেষে ৩ জন বাড়ি ফিরলেও বাকি ২ জন পটিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থরা হলেন মিনা আকতার (২৭), নুর আয়েশা বেগম (৬৫), ফাহাদ (৭), ইসপিতা (১৪) ও ইফতি (১৮)। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ফাহাদ, ইসপিতা ও ইফতি।
এ বিষয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ জানান, ভাতের মধ্যে কোনো প্রকার বিষক্রিয়া ছিল কি না তা পরীক্ষা করে দেখা হচ্ছে। পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, ঘটনা শুনেছি, তবে এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।

পূর্ববর্তী নিবন্ধআকর্ষণ যখন গয়ালে
পরবর্তী নিবন্ধবিএনপির সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা খুররম খানের ইন্তেকাল