পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:০০ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্রজনতার মিছিলে গুলি, হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় পটিয়ায় শওকত হোসেন (৩৮) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে উপজেলার শান্তির হাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে করে তাকে গ্রেপ্তার করা হয়। শওকত উপজেলার জিরি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মজুমদারপাড়ার সোলাইমান চৌধুরীর ছেলে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন।

পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত শওকত বৈষম্যবিরোধী ছাত্রজনতার মিছিলে গুলি ও হামলার দায়ের হওয়া মামলার আসামি। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান জানতে পারে পুলিশ। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার দুপুরে তাকে দুটি বিস্ফোরণ ও হত্যাচেষ্টা মামলায় আসামি দেখিয়ে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারে পাচারকালে সাড়ে ৩ লাখ টাকার ওষুধ জব্দ, আটক ৩
পরবর্তী নিবন্ধবাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত সারাহ কুকের