পটিয়ায় এক যুবলীগ নেতাসহ বিভিন্ন মামলার ৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার পটিয়া থানা ও পৌরসভা এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পটিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড হাবিবুর পাড়ার বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ ছফা চৌধুরীর ছেলে যুবলীগ নেতা আবু মাসুদ চৌধুরী (৪৩), উপজেলার মেহেরআটি এলাকার মৃত ইদ্রিস মিয়ার ছেলে আজগর আলী মানিক (৩০), উপজেলার খরনা গ্রামের মৃত রমজান আলীর ছেলে মো. ইউছুপ, নুরুন্নবী ও নুর মোহাম্মদ, মৃত আবুল কাসেমের ছেলে সুমন, জিরি সাইদাইর গ্রামের মৃত তাজুল মুল্লুকের ছেলে আবুল কালাম ও কোলাগাঁও সবুর মার্কেট এলাকার আব্দুল গফুরের ছেলে মিনহাজ উদ্দিন। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে পটিয়া পৌরসভা এলাকা থেকে যুবলীগ নেতা আবু মাসুদ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পৃথক আরেক অভিযানে রাত ১০টা ৩০ মিনিটে উপজেলার মেহেরআটি এলাকা থেকে আজগর আলী মানিককে চুরি মামলায় গ্রেপ্তার করা হয়। এছাড়াও রাতভর অভিযান চালিয়ে ২ জন জিআর ও ৪ জন সিআর মামলার মোট ৬ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান জানান, যুবলীগ নেতা আবু মাসুদ চৌধুরীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত মাসুদসহ অন্য আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।












