দেশরত্ন শেখ হাসিনার ৭৫তম জন্মদিন সফল করার লক্ষ্যে আশিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সন্ধ্যায় নগর অফিসে আশিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো. আলমগীর চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফুজুল আলম চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির ব্যক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আইয়ুব আলী, প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন আশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ু্ব আলী চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাস্টার আকতার খান, লিটন মুজকুরি, মো. এরশাদ, ফারুক হোসেন, কামাল উদ্দিন, মো. ফোরকান, নজরুল ইসলাম (টিঠু), দিদারুল আলম, আবু জাফর (বাবুল), আতিকুর রহমান (অপু), মো. ইয়াকুব, মুন্সী মিঞা, মো. আফছার, জিয়াউল হক রুবেল, মো. আরমান। সভায় প্রধান অতিথি বলেন, নেত্রীর জন্মদিন সফল করার লক্ষে আশিয়া ইউনিয়ন যুবলীগের সকল নেতা কর্মীকে মাননীয় হুইপ সামশুল হক চৌধুরীর নির্দেশক্রমে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।