পটিয়ায় যত্রতত্র পার্কিং যানজট, হুইপের অসন্তোষ

আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভায় টিআই ও ওসিকে তিরস্কার

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১ ফেব্রুয়ারি, ২০২২ at ১১:২৫ পূর্বাহ্ণ

পটিয়া পৌরসভায় মহাসড়কের পাশে ও সদরে প্রবেশের প্রতিটি সড়কের মোড়ে অবৈধভাবে যত্রতত্র পার্কিং ও যানজটের ঘটনায় চরম অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। এ ঘটনায় পটিয়া ট্রাফিক বিভাগের টিআই ও পটিয়া থানার ওসিকে তিরস্কার করে হুইপ বলেন, আপনারা দায়িত্ব পালন করতে না পারলে বলেন, আমি নতুন লোক নিয়ে আসবো।
এ সময় তিনি ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য রাখায় ছবুর রোড, স্টেশন রোড, আদালত রোড ও ওয়াপদা রোডের ফুটপাত অবৈধ দখলমুক্ত করে যানজট নিরসনে এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ট্রাফিক বিভাগসহ প্রশাসনের কঠোর প্রদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদে আয়োজিত মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে হুইপ এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সব্যসাচী নাথ, পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার, পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন, ট্রাফিক পুলিশের টিআই জিল্লুর রহিম, উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, উপজেলা নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ দত্ত, হুইপের উন্নয়ন সমন্বয়কারী দেবব্রত দাশ দেবু, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মহিউদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরুচ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঈনুদ্দিন মজুমদার, উপজেলার বিভিন্ন ইউপির চেয়ারম্যানবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় আ. লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে শিবরাজ গিরির তিরোধান উৎসব ৩ ফেব্রুয়ারি শুরু